এ. এইচ. এম. আজিমুল হক
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মেধাক্রমঃ ৫ম, ৪০তম বিসিএস।
সাবেক সহকারী পরিচালক, প্রধানমন্ত্রীর কার্যালয়।
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আইআইটি, ঢাকা বিশ্ববিদ্যালয়।
__________
যারা প্রিলিতে পাশ করেছেন, তাদের অনেকেই লিখিত পরীক্ষার জন্য বই তালিকা করার চেষ্টা করছেন। প্রিলিতে পাশ করা মানে অনেক ধারণাই ইতোমধ্যে হয়ে গেছে। তাই খুব সিলেক্টিভ ওয়েতে বইয়ের তালিকা করা যেতে পারে। আমি নিজে যে তালিকাটা করেছিলাম এবং ভালো ফলাফল পেয়েছি, সেটা শেয়ার করছি। লিখিত পরীক্ষায় বইয়ের থেকে বেশি দরকার নিজে লিখতে পারা। একটা বিষয় নিয়ে নিজের অভিজ্ঞতা আর ইনসাইট মিশিয়ে পাতার পর পাতা লিখতে পারার অভ্যাস গড়ে তুলতে হবে, তবেই ক্যাডার হবার রাস্তা সোজা হবে। সাথে থাকা লাগবে উন্নত মানের প্রেজেন্টেশন - পয়েন্ট আকারে, বক্স করে, অ্যারো ব্যবহার করে, ফ্লোচার্ট দিয়ে, টেবিল দিয়ে, ম্যাপ, গ্রাফ ইত্যাদি দিয়ে যেকোন লেখাকে আরও প্রাণবন্ত করা যায়, আর সাথে সাথে মার্কসও বেশি পাওয়া যায়, অন্তত আমি তাই মনে করি। আমার বই তালিকাটা দিলাম। আপনাদের কিছুটা সাহায্য হবে আশা করি। শুভকামনা রইল সবার জন্য।
# বাংলা
বাংলা ভাষা - যেকোন ভালো গ্রামার বই/প্রফেসর্স বা ওরাকলের গাইড/সৌমিত্র শেখরের বই।
বাংলা সাহিত্য - সৌমিত্র শেখর, লাল নীল দীপাবলি থেকে সাহিত্য ৩০ মার্ক কাভার হয়ে যাবে, গাইড একটু দেখে নেওয়া যেতে পারে।
গ্রন্থ সমালোচনা - মহসিনা নাজিলার বই।
# ইংরেজি - গাইড বই ফলো করলে চলবে, আনসিন প্রাক্টিস করতে হবে, ট্রান্সলেশন প্রাক্টিস করতে হবে পত্রিকা থেকে (বাংলা ইংরেজি দুইটাই)।
# গণিত - সিলেবাস ধরে ৯-১০ এর বই, উচ্চতর গণিত, আর গাইড বই (কনফিডেন্স এর টা ভালো)।
# মানসিক দক্ষতা - যেকোন গাইড বই, BCS Exam Aid অ্যাপে প্রাক্টিস করলেও চলবে।
# বাংলাদেশ বিষয়াবলী - প্রফেসর্স এর বই দেখার জন্য। বাকি কাজ যেমন: ডাটা কালেকশন, উত্তরের পরিসর ঠিক করা, টেবিল, চার্ট, গ্রাফ এগুলা নিজে সিলেবাস এর চ্যাপ্টার ধরে ধরে বানায় রাখতে হবে।
# আন্তর্জাতিক - 'ম্যানুয়াল বিসিএস লিখিত : আন্তর্জাতিক বিষয়াবলি' বইটা চোখ বন্ধ করে ফলো করা যেতে পারে। সাথে ম্যাপের প্রাক্টিস, ডাটা নিজে কালেক্ট করতে হবে সিলেবাস এর চ্যাপ্টার ধরে ধরে।
# সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি - যেকোন গাইড শুধু দেখার জন্য প্রশ্ন কেমন হয়। উত্তর কেমন হবে এটা নিজে ঠিক করতে হবে। বেসিক ভালো না হইলে ৮ম, ৯-১০ম এর বিজ্ঞান বই সাথে প্রিলির বই দেখা যেতে পারে।
_____________________
নতুন যারা তাদের জন্যঃ
একটা প্রশ্নব্যাংক কিনে প্যাটার্ন বুঝতে চেষ্টা করা উচিত। গতানুগতিক পড়ার চেয়ে অল্প জিনিস বারবার পড়ার জন্য প্রশ্ন এনালাইসিস জরুরি। পাশাপাশি এখন থেকে দৈনিক পত্রিকা পড়লে খুবই কাজে দিবে লিখিততে।
ফাদার অব দি নেশনের ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’, তাঁকে নিয়ে লেখা কিছু বই (যেমন, এ বি এম মূসার ‘মুজিব ভাই’, এইচপিএম এর ‘শেখ মুজিব আমার পিতা’), এছাড়া বিভিন্ন ইস্যু নিয়ে ব্লগ (যেমন, তারেক শামসুর রহমান স্যারের ব্লগ, সোহরাব হোসেনের মতামত), সাথে বাহিরের যত বই পারা যায় পড়া থাকলে কাজে দিবে লিখিততে।
মুক্তিযুদ্ধ ও বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে কিছু ফিকশন/নন-ফিকশনের বই আনন্দ নিয়ে পড়ে নেওয়া যেতে পারে। খুবই কাজে দিবে, প্রিলি-রিটেন দুইটাতেইঃ
# মূলধারা ‘৭১ - মঈদুল হাসান
# আমি বিজয় দেখেছি - এম আর আখতার মুকুল (স্যারের চরমপত্র পড়া যেতে পারে)
# অলাতচক্র - আহমদ ছফা
# লিগেসি অব ব্লাড - এন্থনি মাসকারেনহাস
# উইটনেস টু সারেন্ডার - সিদ্দিক সালিক
# জোছনা ও জননীর গল্প - হুমায়ূন আহমেদ
# বেলা-অবেলা - মহিউদ্দিন আহমদ
# জীবন ও রাজনৈতিক বাস্তবতা - শহীদুল জহির
এসব বইপত্র পরোক্ষভাবে খুবই হেল্প করে। বই পড়া নিয়ে আলাদা করে একদিন লিখব।
লিখিত পরীক্ষার সিলেবাস এনালাইসিস করে পড়তে ভুলবেন না যেন। শুভকামনা রইল সবার জন্য।
Article Comments