সরকারি চাকরির প্রস্তুতির সময় আমাদের সবারই সংবিধান পড়ার দরকার হয়। আমি নিজে যখন পড়া শুরু করি বেশ কিছু জিনিসের চাহিদা বোধ করতাম। যেমন, আমাকে যদি প্রতিদিন কেউ ৩-৪ টা করে প্রশ্ন করতো সংবিধান থেকে, বা আমি যদি যখন খুশি তখন এই টপিকে এক্সাম দিতে পারতাম, অথবা পুরো সংবিধানের যেকোন অনুচ্ছেদের বিস্তারিত যেকোন সময় যদি চোখ বুলায় নিতে পারতাম তাহলে ভালো হতো।
ও আরেকটা কথা, এই অ্যাপটি তৈরির পেছনে কোন ব্যবসায়িক উদ্দেশ্য নাই আমার। যার বড় প্রমাণ এই অ্যাপে কোন অ্যাড নাই! শুধুমাত্র সামাজিক দায়বদ্ধতা থেকে এ প্রজেক্টটা করা। অ্যাপটি নিয়ে আপনাদের সুচিন্তিত মতামত ও সাপোর্ট কামনা করছি।
অ্যাপের ফিচারসমূহঃ
◍ পুশ নোটিফিকেশনের মাধ্যমে ইন্টারেক্টিভ কুইজ
◍ সংবিধান থেকে লাইভ পরীক্ষা (অফলাইন, যতবার ইচ্ছা যখন-তখন)
◍ সম্পূর্ণ সংবিধান (প্রস্তাবনা, সকল অনুচ্ছেদের বিস্তারিত এবং তফসিলসমূহ)
◍ সংবিধানের ইতিহাস
◍ সংবিধানের সংশোধনীসমূহ
◍ সংবিধান থেকে প্রশ্ন ও উত্তর তালিকা
◍ প্রিয় তালিকায় প্রশ্ন যোগ
◍ প্রশ্নে ত্রুটি থাকলে রিপোর্ট করার সুবিধা
◍ নতুন প্রশ্ন যোগ করার সুযোগ (এখানে আপনি অবদান রাখতে পারবেন!)
◍ সার্ভার থেকে নতুন প্রশ্ন Sync করার সুবিধা
◍ নতুন ফিচার সম্পর্কে/ যেকোন মতামত প্রদান করার ব্যবস্থা
Article Comments